Site icon Jamuna Television

করোনাভাইরাসে কমপক্ষে ২০ লাখ মানুষের মৃত্যু দেখবে বিশ্ব: ডব্লিউএইচও

করোনাভাইরাসে কমপক্ষে ২০ লাখ মানুষের মৃত্যু দেখবে বিশ্ব: ডব্লিউএইচও

করোনাভাইরাসে কমপক্ষে ২০ লাখ মানুষের মৃত্যু দেখবে বিশ্ব। শুক্রবার এক বিবৃতিতে এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও বলছে, কোভিড নাইনটিনের ভ্যাকসিন অনুমোদন পেলেও তা বিশ্বের সবার কাছে পৌঁছানোর আগেই এই প্রাণহানি হতে পারে।

সংস্থাটির দাবি, এখনই আন্তর্জাতিক ভাবে যথাযত পদক্ষেপ না নিলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেন, দ্বিতীয় দফা মহামারি শুরু হয়েছে বিভিন্ন দেশে। বিশেষ করে ইউরোপে বাড়ছে নতুন সংক্রমণ আর প্রাণহানি। স্বাস্থ্য বিধি না মানলে প্রথম দফার চেয়েও ভয়াবহ পরিস্থিতি দেখতে হতে পারে। এছাড়া এরই মধ্যে নতুন করে লকডাউনে যাচ্ছে বিভিন্ন দেশ।

Exit mobile version