Site icon Jamuna Television

পাবনা-৪ আসনের উপনির্বাচন আজ

পাবনা-৪ আসনের উপনির্বাচন আজ

আর কিছুক্ষন পরই পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে।

নির্বাচনে অংশ নিচ্ছেন, আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম।

জেলায় ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদারকির জন্য দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম।

প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা। সেইসাথে কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক হাজার ৫’শ আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি।

Exit mobile version