Site icon Jamuna Television

কুড়িগ্রামে কমতে শুরু করেছে বন্যার পানি

কুড়িগ্রামে কমতে শুরু করেছে ধরলার পানি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ধরলা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত ১২ সেন্টিমিটার পানি কমে এখন বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষ এখনো পানি বন্দি রয়েছে। জেলায় পঞ্চম দফার এ বন্যায় ধরলা এবং দুধকুমার নদী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শতাধিক চরাঞ্চলের প্রায় ৫ হাজার হেক্টর বিভিন্ন সবজির আবাদসহ উঠতি আমন ডুবে গেছে।এতে আমনের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

অপরদিকে পানি বৃদ্ধি এবং কমার ফলে তীব্র হয়েছে নদী ভাঙ্গন। জেলায় প্রায় অর্ধশত পয়েন্টে নদী ভাঙ্গনের শিকার হয়ে গৃহহীন হচ্ছে শতশত পরিবার।

Exit mobile version