Site icon Jamuna Television

আগামী তিন দিন ভারি বৃষ্টি হতে পারে

আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে

মৌসুমী বায়ুর প্রভাবে দেশে কয়েকদিন ধরে মিশ্র আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার দেশের তিন বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে।

শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, কুড়িগ্রাম ও নীলফামারীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারি বৃষ্টি হতে পারে। তবে দু’দিন পর থেকে বৃষ্টির আশঙ্কা কমতে থাকবে এবং পরবর্তী ৩ দিন আবহাওয়ার অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না।

Exit mobile version