Site icon Jamuna Television

নতুন ক্লাবে ঘাম ঝরাচ্ছেন সুয়ারেজ

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মেট্রোপলিটন স্টেডিয়ামে ঘাম ঝরালেন ক্লাবটিতে সদ্য যোগ দেয়া ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে এখন ৩৩ বছর বয়সি সুয়ারেজ।

শুক্রবার ডিয়েগো সিমিওনের অধীনে অনুশীলনে নতুন ক্লাবের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা ছিল সুয়ারেজের। দিয়েগো কস্তা, জোয়াও ফেলিক্স, হিমিনেজদের সাথে রসায়ন জমিয়ে তোলার পালা এখন সদ্য বার্সা ছেড়ে আসা এই ফরোয়ার্ডের।

২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সায় নাম লেখান সুয়ারেজ। সেখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ বার্সার জার্সিতে মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি। ২০১৫ সালে রয়েছে ট্রেবল জয়ের বিরল কীর্তি। এবার প্রতিপক্ষ শিবিরে বন্ধু লিওনেল মেসির বিপক্ষে আগামী ২২ নভেম্বর প্রথম মুখোমুখি হবেন লুইস সুয়ারেজ। ফিরতি লিগ ৯ মে।

Exit mobile version