Site icon Jamuna Television

আর্থিক মডেল নিয়ে অসন্তুষ্ট, তাই পিসিবির বিরুদ্ধে মামলা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএলের ৬ দল। পিসিবির আর্থিক মডেল নিয়ে সন্তুষ্ট নয় টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা।তাই পিসিবির বিরুদ্ধে এই মডেল পরিবর্তন করতে হাই কোর্টে মামলা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন-ক্রিকইনফো। ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, পিএসএলের আর্থিক মডেলের সর্বোচ্চ সুবিধা ভোগ করছে পিসিবি। কিন্তু লোকসান গুণতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। এ নিয়ে দীর্ঘদিন ধরেই পিসিবির সঙ্গে বিরোধ ছিল দলগুলোর। শেষ পর্যন্ত কোন সুরাহা না পেয়ে আদালতে যেতে বাধ্য হয়েছে তারা।

এর আগে পিএসএলের সম্প্রচারসত্ত্ব নিয়ে আর্থিক দ্বন্দ্বের জেরে পিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে আদালতে যেতে বাধ্য হয়েছিল স্থানিয়ে প্রতিষ্ঠান ব্লিটসের।

Exit mobile version