Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতির চাকা সচল রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা সম্ভব। এসময়, শেখ হাসিনা শক্তভাবে করোনা মোকাবেলায় সমর্থ্য হয়েছেন বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়নই এই সরকারের লক্ষ্য।

Exit mobile version