Site icon Jamuna Television

কাশ্মিরে ভারতীয় সেনাদের অভিযানে নিহত ২

ভারত অধিকৃত কাশ্মিরে সেনা অভিযানে দুইজন নিহত হয়েছে। পুলিশের দাবী নিহতরা লস্কর ই তৈয়বার সদস্য।

নিরাপত্তা বাহিনী জানায়, শুক্রবার অনন্তনাগ জেলায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এসময় সিরহামা এলাকায় একদল সশস্ত্র ব্যক্তির সাথে তাদের গোলাগুলি হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি করলে ২ জনের নিহত হয়। তারা জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈয়বার সদস্য বলে জানানো হয়।

এ সময় ঘট্নাস্থল থেকে বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এরআগে আততায়ীর গুলিতে মারা যান, কাশ্মিরের প্রখ্যাত আইনজীবি ও অ্যাকটিভিস্ট বাবর কাদরি। কাশ্মিরের স্বায়ত্ত্বশাসনের পক্ষে আন্দোলনের জন্য আলোচিত এই আইনজীবিকে শুক্রবার নিজ বাড়িতে হত্যা করা হয়।

পুলিশ জানায়, মক্কেল পরিচয়ে দুই ব্যক্তি তার বাড়িতে আসে। এসময় তিনি বের হলে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুই হামলাকারী।

Exit mobile version