Site icon Jamuna Television

‘সুপেয় পানি সংকট নিরসনে কাজ করছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র’

বাগেরহাট প্রতিনিধি:

উপকূলীয় রামপাল-মোংলা এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন দু’টি উপজেলায় তিনটি ইউনিয়নে এপর্যন্ত ৫টি সুপেয় পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। এর ফলে রামপালের গৌরম্বা, রাজনগর ও মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবার সুপেয় পানি পাচ্ছে।

এছাড়াও রামপাল বিদ্যুৎ কেন্দ্র সামাজিক দায়বদ্ধ কর্মসূচির অধীন বিনামুল্যে মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণসহ বহুমুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে গেলে আরও বেশি উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে বলেও জানান মেয়র।

শনিবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভাসহ ৪টি এলাকায় বিশুদ্ধ খাবার পানির প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে কোটি টাকা ব্যায়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় সুপেয় পানি সরবরাহ প্লান্টের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিআইএফপিসিএ’র উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিআইএফপিসিএ’র প্রকল্প পরিচালক এস. সিপান্ডে, জ এম তরিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, রাজনগর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান ডাবলুসহ অন্যান্যরা।

Exit mobile version