Site icon Jamuna Television

১২ হাজার শুকর মারার নির্দেশ ভারতের আসাম রাজ্য সরকারের

নিজ রাজ্যে ১২ হাজার শুকর মারার নির্দেশ দিলেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। করোনার প্রভাবে যাতে নতুন করে আবার সোয়াইন ফ্লু না ছাড়াতে পারে তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে। খবর ভারতীয় গণমাধ্যম জি২৪ নিউজ’র।

জানা যায়, করোনা শুরুর আগে থেকেই রাজ্যটির বেশ কয়েকটি স্থানে সোয়াইন ফ্লুর দেখা পাওয়া যায়। তাই নতুন করে যাতে আর সোয়াইন ফ্লু না ছড়াতে পারে তাই সংক্রমিত স্থানগুলিতে শুকর নিধনে নামবে প্রশাসন। অক্টোবর শেষ হওয়ার আগেই মারা হবে ১২ হাজার শুকর।

অন্যদিকে, সোয়াইন ফ্লুর প্রভাবে শুকর মৃত্যুর ঘটনায় প্রশাসনের তরফ থেকে কোন সহয়তা পাওয়া যায়নি বলে দাবি করছেন সেখানকার শুকর ফার্মের মালিকরা। তারা বলছেন, সরকারের অবহেলায় শুকর মৃত্যুর হার বেড়েছে।

Exit mobile version