Site icon Jamuna Television

বন্ধুর সাথে ঘুরতে যেয়ে ১২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী আশিক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের ব্যবসায়ী আশিকুর রহমান ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। বন্ধুর সাথে ঘুরতে যেয়ে আর বাড়ি ফেরেন নি তিনি। তবে প্রয়োজনীয় কাজ শেষে বন্ধু মোরশেদ ঝিনাইদহ ফিরে এসে জানতে পারেন আশিক ফেরেন নি। এখন, আশিক বেঁচে আছে না মারা গেছে তাও জানে না পরিবার। সন্তানের কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাবা-মা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ এখনও কোন সন্ধান পায়নি।

আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সাথে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের দীর্ঘদিন সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিক। মোরশেদের সাথে গাড়িতে যশোর যান। গাড়িতে যাওয়ার সময় তারা ফেসবুকে ছবিও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত তার ফোন বন্ধ রয়েছে। মোরশেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারণা করছেন তার বড় ভাইসহ পরিবারের সদস্যরা।

বিষয়টি নিয়ে মোরশেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও আশিকুরের ব্যাপারে কোন তথ্য দিতে পারেন নি। তিনি জানান, ‘আমরা দু’জন একই সাথে যশোর যাই। যশোর পৌঁছানোর পর নিজ নিজ কাজে আলাদা হয়ে যাই। আমার প্রয়োজনীয় কাজ শেষে আমি ঝিনাইদহ চলে আসি। পরে জানতে পারি আশিকুর ফেরেনি।’ বিষয়টা নিয়ে তিনি নিজেও চিন্তিত বলে জানান।

নিখোঁজ আশিকের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলে ১২ দিন ধরে নিখোঁজ। অনেক স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। এজন্য পুলিশ বিভাগের আন্তরিক সহযোগিতা চান আশিকের পিতা।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সুত্র ধরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারব।

Exit mobile version