Site icon Jamuna Television

মানিকগঞ্জে দু’দিনেও খোঁজ মেলেনি কারখানা শ্রমিকের

মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন আজিজুল ইসলাম নামে এক কারখানা শ্রমিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু দুই দিনেও তার কোন খোঁজ মেলেনি। আনোয়ার সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কহিলাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পরিবার ও থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলাম ওরফে আজি (৩২) স্থানীয় সুতার কারখানা মুমানু পলিস্টার ইন্ড্রাস্টিজের একজন শ্রমিক। শুক্রবার বিকালে তিনি পার্শবর্তী চান্দহর গ্রামে শ্বশুর বাড়িতে যান। শ্বশুর বাড়ি থেকে রাত ৮ টার দিকে ৩৫ হাজার টাকা নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

আজিজুলের বড় ভাবি জাহানারা বেগম জানান, সম্ভাব্য সকলস্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় শনিবার বিকালে সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেছেন আজিজুলের বাবা আনোয়ার হোসেন। আজিজুলের ৫ বছরের একটি মেয়ে আছে এবং বর্তমানে তার স্ত্রী গর্ভবর্তী।

আজিজুলের সন্ধানে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান।

Exit mobile version