Site icon Jamuna Television

মাদক মামলায় গ্রেফতার ধর্মা প্রোডাকশনের প্রযোজক ক্ষিতিশ প্রসাদ

মাদক মামলায় গ্রেফতার ধর্মা প্রোডাকশনের প্রযোজক ক্ষিতিশ প্রসাদ

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড খ্যাতিমান প্রযোজক করন জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজক ক্ষিতিশ প্রসাদ। শনিবার ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদফতর-এনসিবি’র জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাকে।

আজ আদালতে তোলা হবে ক্ষিতিশকে।

শোনা যাচ্ছে, জেরায় মাদক চোরাকারবারীদের সাথে যোগসূত্র রয়েছে এমন ৫ বলিউড তারকা ও ২ প্রযোজকের নাম প্রকাশ করেছেন তিনি। শুক্রবার ক্ষিতিশের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

তবে ক্ষিতিশ তার ঘনিষ্ঠ কেউ নয় বলে দাবি করেছেন করন জোহর। জানান, ২০১৯ সালের একটি প্রকল্পে ক্ষিতিশ তার হাউজে কাজ করেছিলেন।

তারকাদের মাদক সংশ্লিষ্টতার খবর নিয়ে গত কিছুদিন ধরেই তোলপাড় বলিউড। গতকাল মুম্বাইয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তিন তারকা অভিনেত্রী দীপিকি পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকে। জব্দ করা হয় তাদের মোবাইল ফোন।

Exit mobile version