Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আটক ৭

খাগড়াছড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আটক ৭

খাগড়াছড়িতে ডাকাতির পর নারীকে গণধর্ষণের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতার ৭ আসামি জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল আজিজ।

সকালে প্রেস বিফ্রিংয়ে তিনি জানান, অপর দুই আসামিকে ধরতে অভিযান চলছে। এছাড়া লুট করা সিএনজি উদ্ধার করা হয়েছে। বাকি মালামালও উদ্ধারের চেষ্টা চলছে।

ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা হলো নুরুল আমিন, বেলাল, ইকবাল হোসেন, আব্দুল হালিম, শাহিন মিয়া, অন্তর ও আব্দুর রশীদ। আসামিদের রিমান্ডের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হচ্ছে।

এরআগে গতকাল ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে নির্যাতনের শিকার ওই নারীর। আদালতে জবানবন্দি শেষে পুলিশি পাহারায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয় তাকে। বুধবার বলপেইয়া আডাম এলাকায় একটি বাড়িতে ডাকাতির পর, গণধর্ষণ করা হয় ওই মেয়েটিকে। এ ঘটনায় অজ্ঞাত ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Exit mobile version