Site icon Jamuna Television

মারা গেছেন ভারতের সাবেক মন্ত্রী যশোবন্ত সিংহ

মারা গেছেন ভারতের সাবেক মন্ত্রী যশোবন্ত সিংহ

মারা গেছেন ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপির প্রবীণ রাজনীতিবিদ যশোবন্ত সিংহ। রোববার ভোরে দিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই রাজনীতিবিদ। ২৫ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলো।

মোদি বলেন, একজন সেনা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে দেশ সেবা করে গেছেন যশোবন্ত সিংহ। সেনাবাহিনী থেকে পদত্যাগ করে ৬০ এর দশকে রাজনীতিতে পা রাখেন তিনি। এর পর একে একে দায়ীত্ব পালন করেছেন ভারতে অর্থ, পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে।

Exit mobile version