Site icon Jamuna Television

নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের আরিফ খন্দকার (৪৫) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সে জামরিলডাঙ্গা গ্রামের নুরু খন্দকারের ছেলে।

রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে
জামরিলডাঙ্গা এলাকা থেকে তাকে কয়েক ব্যক্তি কুপিয়ে গুরুতর আহত করে
পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রোববার সকালে তার মৃত্যু হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version