Site icon Jamuna Television

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল জেরুজালেম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল জেরুজালেম। শনিবারও, আন্দোলন ছত্রভঙ্গে চালানো হয় ধরপাকড়।

৩টি পৃথক দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে দায়ী করেন কয়েক হাজার বিক্ষোভকারী। এসময়, অপরাধ স্বীকারের মাধ্যমে ক্ষমতা ছাড়ার দাবিও জোরালো হয়। বিক্ষোভকারীরা জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। আন্দোলন ছত্রভঙ্গে ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি চালানো হয় লাঠিচার্জ। এসময়, বেশ কয়েকজন আটক হন।

নির্বাচনের আগেই, দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার কার্যক্রম শুরু হয়। যদিও, বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

Exit mobile version