Site icon Jamuna Television

রিকশা চালক হত্যা মামলায় ২ সহোদরের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

জামালপুরে রিকশা চালক রাসেল হত্যা মামলায় ২ সহোদরকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০০৭ সালে ২৬ ডিসেম্বর জুয়া খেলাকে কেন্দ্র করে ইসলামপুর উপজেলার পূর্ব শাশারিয়াবাড়ি গ্রামের রাসেলের সাথে প্রতিবেশী ভূট্টু ও তার বন্ধুদের ঝগড়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরেরদিন রাতে ভূট্টুর সহযোগীরা রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে একটি আখ ক্ষেত থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন বাদী হয়ে ভূট্টুসহ ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১৫ আসামির সাক্ষগ্রহণ শেষে ভূট্টু ও তার ভাই খালেককে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা এছাড়াও ছামিউল, জহিজল, রশিদ, মো. কাশি, ফুলু মিয়া, বিদ্যুত ও বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খাঁন।
এসময় মামলার অপর ৪ আসামিকে খালাস দেয়া হয়।

Exit mobile version