Site icon Jamuna Television

‘ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চূড়ান্ত বর্বরতার পরিচয় দিলো যুক্তরাষ্ট্র’

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে চূড়ান্ত বর্বরতার পরিচয় দিলো যুক্তরাষ্ট্র। শনিবার, কোটি-কোটি ডলারের লোকসানের জন্যেও ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন, দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

হাসান রুহানি বলেন, গেলো তিনবছরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ১৫ হাজার কোটি ডলারের বেশি লোকসান গুনেছে ইরান। ট্রাম্প প্রশাসনের অমানবিক-অন্যায় অবরোধের কারণে প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যপণ্যেও আমদানি করতে পারিনি আমরা। তবে, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইরানের সামনে মাথানত করতে হবে যুক্তরাষ্ট্রকে।

উল্লেখ্য, ইরানের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো পুনর্বহাল করতে সদস্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো রাজি না হওয়ায় শনিবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসন এককভাবে ইরানবিরোধী জাতিসংঘ নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেয়। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, যেসব দেশ ওয়াশিংটনের পদক্ষেপ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দেশ।

Exit mobile version