Site icon Jamuna Television

শত্রুতা করে পুকুরে বিষ, মরলো তিন লাখ টাকার মাছ

ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়ার গ্রামের পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা।

জানা যায়, বিশু হালদার নামের এক মৎস্য চাষীর পুকুরে রোববার রাতে কে বা কারা বিষ দেয়। এতে সব মাছ মরে যায়।

হালদার জানান, রোববার সকালে এক জন ফোন করে জানান তার পুকুরে মাছ মরে ভাসছে। এতে ৩ লাখ টাকার মাছ মারা গেছে।

ডাকবাংলার পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেন এবং মাছ মরার সত্যতা শিকার করেন।

সাধুহাটি চেয়ারম্যান কাজি নাজির উদ্দীন বলেন পুকুরে বিষ দিয়ে মাছ মারা একটি জঘন্য অপরাধ। এর তদন্ত করে বিচার হওয়া উচিত।

Exit mobile version