Site icon Jamuna Television

ভিডিওতে ফ্যাক্ট চেকার বসাচ্ছে ইউটিউব

ভিডিওতে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকারদের কাছ থেকে টেক্সট এবং লিঙ্ক দেখানো শুরু করবে ইউটিউব। মেইল-ইন ব্যালট সম্পর্কিত ভিডিতে এই ফ্যাক্ট চেকার বসানোর কথা ভাবছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ভুল তথ্য দমনের প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইউটিউব বলেছে, গত বছর ব্রাজিল এবং ভারতে প্রথম চালু হওয়া তৃতীয় পক্ষের ভোটার নিবন্ধন সংক্রান্ত অনুসন্ধান সংক্রান্ত প্রশ্নের তথ্য পরীক্ষায় একটি তথ্য পর্যবেক্ষণ প্যানেল গঠন করা হয়। তারাই মেইলে ভোট প্রদান সংক্রান্ত বিষয়গুলো যাচাই করবে।

Exit mobile version