Site icon Jamuna Television

সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ চোরা শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিস এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ শিকারকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বনবিভাগ।

এসময়ে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, এক বোতল বিষ, একটি হাত করাত, দু’টি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে বনকর্মীরা।

আটক জেলেরা হলো- খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের নূর মোহাম্মদ ঢালির ছেলে বেল্লাল ঢালি (৪০), একই উপজেলার উত্তর কালাবগী গ্রামের বাবর ঢালীর দুই ছেলে মনিরুল ঢালি (৪২) ও মাসুম ঢালি (৩৫)।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিসের বনরক্ষীরা সোমবার সকালে নিয়মিত টহল দেয়ার সময় মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে নৌকাটিতে তল্লাশী চালায়।

এসময়ে বিষ দিয়ে আহরিত বিভিন্ন প্রজাতির ১২ কেজি মাছ, এক বোতল বিষ, একটি হাত করাত, দু’টি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করে। আটক জেলেদের নামে বন আইনে মামলা দায়ের করে বিকালে খুলনা জেলা আদালতে পাঠানো হবে।

Exit mobile version