Site icon Jamuna Television

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই রায় ঘোষণা করেন।

এর আগে রিজেন্ট হাসপাতালের চেয়াম্যান সাহেদ করিমকে আদালতে নেয়া হয়।

করোনা পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। এসময়, তার কাছে অস্ত্র পাওয়া যায়। ২৭ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন আদালত। এই মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

সাহেদের বিরুদ্ধে দায়ের একাধিক মামলার এটিই প্রথম রায়।

Exit mobile version