Site icon Jamuna Television

ভুট্টার বস্তায় গাঁজা পরিবহন, মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
পাবনায় ১০৯ কেজি গাঁজা ও ১ টি ট্রাকসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বাস টার্মিনাল সংলগ্ন গোল চত্বরে চেক পোস্ট স্থাপন করে ঢাকা মেট্রো-ড ১১-২২০২ নাম্বারের একটি ট্রাকের গতি রোধ করতে চাইলে ট্রাক চালক র‌্যাবের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। র‍্যাব চালক’কে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হয়।

ট্রাক চালক ও মাদক ব্যবসায়ী আবুল হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

পরে ভুট্টা বোঝায় ট্রাকটি তল্লাশি করে ১০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Exit mobile version