Site icon Jamuna Television

১০ ঘণ্টা যাবৎ গাছকে জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড

১০ ঘণ্টা ৫ মিনিট যাবৎ গাছকে জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি প্রদেশের এক নারী। এতক্ষণ দাঁড়িয়ে থেকে গাছকে জড়িয়ে থাকেন তিনি।

অ্যাড্রিন লং নামের এই নারী আগের রেকর্ডের থেকে প্রায় ২ ঘণ্টা বেশি সময় গাছকে জড়িয়ে থাকে। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিলো ৮ ঘণ্টা ১৫ মিনিটের।

যদিও জানা যায় নি এই নারী কেনো এই রেকর্ড করেছেন। তবে গাছ ও বন রক্ষার জন্য গাছকে জড়িয়ে ধরে এক ধরনের আন্দোলন হয়েছিলো ১৯৭৩ সালে, যা চিপকো আন্দোলন নামে পরিচিত। আন্দোলনটি হয়েছিলো ভারতের উত্তরাখণ্ডে। কারখানা স্থাপনের জন্য তৎকালীন আমলারা ১০০ গাছ কাটতে উদ্যোগী হয়। এবং এ কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়ান গ্রামের দুই যুবক- সুন্দরলাল বহুগুনা ও চণ্ডীপ্রসাদ ভট্ট। গাছকে জড়িয়ে ধরে তারা এর বিরোধিতা করেছিলেন।

Exit mobile version