Site icon Jamuna Television

কিস্তি শোধ না করলেও ঋণখেলাপি হবেন না গ্রাহকরা

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঋণের কিস্তি পরিশোধ না করলেও ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের খেলাপি না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশংকা থাকায় অনেক শিল্প, সেবা ও ব্যবসা খাত তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না।

এর ফলে গ্রাহকদের কথা বিবেচনায় রেখে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ না করলেও ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের সকল ধরণের কিস্তি বন্ধ রেখে তাদের খেলাপি না করার নির্দেশ দেয়া হলো।

এছাড়া করোনা চলমান সময়ে ঋণ/বিনিয়ােগের উপর কোনরূপ দণ্ড সুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হােক না কেন) আরােপ করা যাবে না।

Exit mobile version