Site icon Jamuna Television

গাজীপুরে ভুয়া এএসপি গ্রেফতার

গাজীপুর থেকে এক ভুয়া এএসপিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
রোববার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার অ্যান্টি টেররিজম ইউনিট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গােপন সংবাদ ও নিজস্ব ইন্টেলিজেন্সের ভিত্তিতে রোববার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে মাে. সাহাবুদ্দিন আলম শিশির (২৫) নামে এক ভুয়া এএসটিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। শিশির যশোর জেলার মনিরামপুর থানার খোকন হোসেনের ছেলে। গ্রেফতারের সময় তার বাসা তল্লাশি করে পুলিশের ইউনিফর্ম, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ব্যাংক ব্যাচ এবং আটককৃতের ব্যবহৃত স্মার্ট ফোন এবং ২টি সিমকার্ড জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত গ্রেফতারকৃত শিশির নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে (যশাের, রাজশাহী, নাটোর, গাজীপুর, নােয়াখালী) প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। আসামি তার ব্যবহৃত ৪টি ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাততাে। গ্রেফতারকৃত শিশির এসব প্রতারণামূলক ফেসবুক পােস্টে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করতো। এছাড়া মেয়েদেরকে উপকার করার কথা বলে এবং ফাঁদে ফেলে বিভিন্নভাবে টাকা আদায় করত। উক্ত আসামির বিরুদ্ধে যশাের সদর থানায় প্রতারণার মামলা ও গুলশান থানায় জিডি রয়েছে।

ইউএইচ/

Exit mobile version