Site icon Jamuna Television

তৃণমূলের নারী উদ্যোক্তাদের জন্যে অনলাইনভিত্তিক বাজার সম্প্রসারণের উদ্যোগ নেয়ার পরামর্শ

তৃণমূলের নারী উদ্যোক্তাদের জন্যে বাজার ব্যবস্থাপনায় সংস্কারসহ প্রয়োজনে অনলাইনভিত্তিক বাজার সম্প্রসারণের মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নেয়ার পরামর্শ কৃষিবিদ এবং উদ্যোক্তাদের।

সোমবার সকালে অ্যাকশন এইড আয়োজিত ওয়বিনারে করোনা পরবর্তী সময়ে তৃণমূলের নারী উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

পাশাপাশি কৃষি বাজার ব্যবস্থাপনাকে নারী বান্ধব করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মাদ ইউসুফ।

তিনি বলেছেন, মাঠ পর্যায়ের কোন কর্মী যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সেজন্য কৃষকের নিজস্ব বাজার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, যেকোনো উদ্যোক্তার জন্যে বাজার সংযোগ তৈরি করতে হয়। পণ্য বাজারজাতে অবারিত সুযোগ তৈরি করা গেলে নায্যমূল্য নিশ্চিত করা যাবে। এতে বাড়বে উদ্যোক্তা ও কর্মীর সংখ্যা।

Exit mobile version