Site icon Jamuna Television

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে যুবকের অবস্থান

স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনেই অবস্থান নিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হরিণঘাটায় সোনাখালি গ্রামের এক যুবক। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’র।

জানা যায়, দীর্ঘদিন প্রেমের পর সঙ্গীতা ঘোষ নামে ওই তরুণীকে বিয়ে করেন আলোক মল্লিক। কিন্তু এই বিয়ে মেনে নেয়নি সঙ্গীতার পরিবার।

ভুক্তভোগী অলোকের দাবি, সম্প্রতি সঙ্গীতা তার বাবা-মাকে দেখতে হরিণঘাটার সোনাখালি গ্রামে গেলে সঙ্গীতাকে আর ফিরতে দেওয়া হয়নি। এরপরই স্ত্রীকে ফিরে পেতে নিজেদের বিয়ের ছবি, বিয়ের সার্টিফিকেট নিয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নেন তিনি।

অলোক জানান, যতক্ষণ স্ত্রীকে ফেরত না পাবো ততক্ষণ আমি আমার অবস্থান চালিয়ে যাবো।

এদিকে এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে সঙ্গীতার পরিবার। কিন্তু পুলিশের তদন্তে অলোকের বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version