Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হলে মমতাকে জড়িয়ে ধরার হুমকি বিজেপি নেতার

করোনা আক্রান্ত হলে মমতা বন্দোপাধ্যায়কে জড়িয়ে ধরার হুমকি দিলেন মমতার রাজনৈতিক দল তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও বিজেপির নতুন মনোনীত কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।

রোববার দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলার কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি।

অনুপম হাজরা বলেন, ‘আমাদের দলের (বিজেপি’র) নেতারা করোনার থেকে বড় শত্রুর সঙ্গে লড়ছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাস্ক ছাড়াই লড়ছে, তাই করোনাকে আমরা আর গুরুত্ব দিচ্ছি না। আমি ঠিক করেছি আমার যদি কখনও করোনা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।’

অনুপম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে একটু বেশিই ভালোবেসেছেন করোনার সময়। মানুষের লাশ যেভাবে পুড়িয়েছেন, আমাদের বাড়ির কুকুর-বিড়ালকেও পোড়ানো হয় না। কেরোসিন দিয়ে পুড়িয়েছেন। ছেলের মৃত্যু হয়েছে বাবাকে মুখ দেখতে দেওয়া হয়নি। ভাইয়ের দেহ নেওয়ার জন্য ১২-১৩ দিন অপেক্ষা করতে হয়েছে। তিনি রাজ্যবাসীকে কাঁদিয়েছেন। তৃণমূলকে সমুলে উৎখাত করাই মূল লক্ষ্য। প্রয়োজনে আঙুল বাঁকাতে হবে।’

Exit mobile version