Site icon Jamuna Television

বাগেরহাটে পিবিআই’র হেফাজতে আসামির মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে খানজাহান আলী (রহঃ) মাজারের খাদেমের ছেলে রাজা ফকির পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হেফাজতে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে রাজা ফকিরের লাশ পড়ে রয়েছে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের নিকট এই হত্যার অভিযোগ করেন।

পটুয়াখালী থেকে রোববার দুপুরে রাজাকে আটক করে নিয়ে আসে বাগেরহাট পিবিআই। পরে পরিবারের সদস্যরা রাজার আটকের খবর পেয়ে দেখতে গিয়ে পিবিআই অফিসে অনেক বার ধর্ণা দিয়েও দেখতে পারেনি বলে অভিযোগ।

আটক রাজা ফকির ২০১৯ সালের ১৮ অক্টোবর খানজাহান আলী মাজারে তালিম মল্লিক নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরি মেরে হত্যা করেছিল বলে পুলিশি অভিযোগ রয়েছে। সেই থেকে রাজা পলাতক ছিল। ওই মামলায় রাজাকে রোববার দুপুরে আটক করে নিয়ে এসে অফিসে রেখে জিজ্ঞাসাবাদ করছিল বলে রাজার পিতা বাবু ফকির সাংবাদিকদের জানান।

পরে সোমবার সন্ধ্যায় ছেলের লাশ হাসপাতালে পড়ে রয়েছে খবর পেয়ে হাসপাতালে ভীড় জমায় পরিবার।

তবে এ ব্যাপারে পিবিআই’র পুলিশ সুপার মো. জাহিদুর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।

Exit mobile version