Site icon Jamuna Television

চট্টগ্রামে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী: প্রধান অভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রামে ডবলমুরিং এলাকায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত চান্দু মিয়া গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। রোববার রাতে নগরীর আগ্রাবাদে সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে। এতে সহযোগিতা করার অভিযোগে গতকাল দু’জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই কিশোরী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার চাচার বাসায় বেড়াতে যায়। তার চাচাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে ওইদিন রাত ৮টার দিকে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে নিয়ে যায়।

একপর্যায়ে পাশের বাসার চান্দু মিয়া ওই তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকে চান্দু মিয়া পলাতক ছিলো। এর পরেই তাকে আটকের চেষ্টা চালায় পুলিশ।

এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার ভোরে ওই এলাকা থেকে দু’জনকে আটক করা হয়। আটকরা তারা হলো- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর।

Exit mobile version