Site icon Jamuna Television

খাশোগি হত্যাকাণ্ডে আরও ছয় সৌদি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনলো তুরস্ক

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আরও ছয় সৌদি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনলো তুরস্ক। এদের মধ্যে দু’জনের যাবজ্জীবন এবং চারজনের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড চেয়েছেন তুর্কি আইনজীবীরা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু সোমবার জানায় এ তথ্য।

বলা হয়, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের দুই কর্মী খাশোগি হত্যার পর ঘাতক দলের সাথে তুরস্ক ছাড়েন। বাকি চার সন্দেহভাজনের বিরুদ্ধে ঘটনাস্থলে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে। তারাও বর্তমানে কেউ তুরস্কে নেই। ২০১৮ সালে সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক খাশোগিকে হত্যা করা হয়। ৫৯ বছর বয়সী সাংবাদিকের মৃতদেহ টুকরো টুকরো করে কনস্যুলেট থেকে সরিয়ে ফেলা হয়, যার সন্ধান মেলেনি দু’বছরেও।

জুলাইয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই ঘনিষ্ঠ সহযোগীসহ অনুপস্থিত ২০ সৌদি নাগরিকের বিচার শুরু করে তুরস্ক।

Exit mobile version