Site icon Jamuna Television

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ, আরও তিনজনের রিমান্ড

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা ১২ টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করা হয় এজাহারভুক্ত আসামি রনি এবং সন্দেহভাজন আসামি রাজন ও আইনুলকে। ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

এর আগে মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, গোপন খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার হরিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সকাল১০টার দিকে কানাইঘাট পুলিশ শাহপরান থানায় মাহফুজকে হস্তান্তর করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে এসএমপি।

Exit mobile version