Site icon Jamuna Television

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ অটো বাড়াবে না, নিয়ম মেনেই আবেদন করতে হবে

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ অটো বাড়াবে না; যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের সৌদি সরকারের নিয়ম মেনেই আবেদন করতে হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুপুরে প্রবাসী প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক এস এম বোরহান উদ্দিন।

সবাই সৌদি যেতে পারবে আশ্বাস্ত করে তিনি জানান, আকামার মেয়াদও বাড়ানো হবে। কারো ভিসার মেয়াদ যদি না বাড়ে তাহলে তাকে নতুন ভিসা করে সৌদি যেতে হবে।

বোরহান উদ্দিন বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। সৌদি সরকারের সাথে আলোচনা চলছে। এর আগে ফিরতি টিকিটের জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান করে প্রবাসীরা।

এদিকে গত ক’দিনের মতো টিকিটের জন্য সৌদি প্রবাসীরা ভিড় করছেন কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। একই আবস্থা মতিঝিলের বিমান আফিসেরও।

Exit mobile version