Site icon Jamuna Television

ভারতে করোনায় আক্রান্ত ৬১ লাখ ছাড়ালো

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৪২ হাজার নমুনার মধ্যে ৭০ হাজার ৫৮৯ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তের এই সংখ্যা সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বনিম্ন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১ লাখ ৪৫ হাজার ২৯২ জন।

আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ করোনা রোগী। বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন।

করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়; আর বৈশ্বিক মৃত্যুর তালিকায় অবস্থান তৃতীয়।

ইউএইচ/

Exit mobile version