Site icon Jamuna Television

রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি কিনে নিচ্ছে পাকিস্তান সরকার

রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি কিনে নিচ্ছে পাকিস্তান সরকার

বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ি দুটি কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পেশোয়ারে ভগ্নপ্রায় বাড়ি দু’টি ইতিমধ্যেই জাতীয় হেরিটেজ ঘোষণা করেছে খাইবার পাখতুনখোয়া রাজ্য সরকার। এবার দুই মালিকের কাছ থেকে বাড়ি কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে অর্থ বরাদ্দ করা হবে বলে পাক সরকারি সূত্র জানিয়েছে। খবর- এনডিটিভি।

রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি দুটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উল্লেখযোগ্য শহর পেশোয়ারের প্রাণকেন্দ্র কিস্সা খাওয়ানি বাজারে অবস্থিত। রাজ কাপুরের বাড়িটি ১৯১৮ সালের দিকে নির্মিত হয়। একে স্থানীয়রা কাপুর হাওয়েলি বলেন।

জানা গেছে, বাড়ি দুটি, এগুলোর বতর্মান মালিক থেকে কিনে নিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য পেশোয়ারের জেলা প্রশাসককে চিঠি প্রেরণ করেছে প্রাদেশিক সরকার। রাজ কাপুরের বাড়িটি সরকারের কাছে বিক্রি করতে ২০০ কোটি টাকা দাবি করেছেন এর বর্তমান মালিক আলি কাদর।

কাপুর হাওয়েলির অদূরেই রয়েছে আর এক কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমারের পৈত্রিক বাড়ি। শতাব্দী প্রাচীন এই বাড়িটিও ২০১৪ সালে জাতীয় হেরিটেজ ঘোষণা করেছিল তৎকালীন নওয়াজ শরিফ সরকার।

পাকিস্তানের পেশোয়ারে জন্মেছিলেন ভারতীয় সিনেমার দুই কিংবদন্তী অভিনেতা রাজ কাপুর ও দিলীপ কুমার। ১৯৪৭ সালে দেশভাগের আগেই ভারতে চলে আসেন তারা। বর্তমানে তাদের এই দু’টি বাড়িরই মালিক স্থানীয় দুই ব্যক্তি। এই বাড়ি দু’টি স্থানীয় প্রত্নতত্ব বিভাগ রক্ষণাবেক্ষণ করলেও এখনও মালিকানা হাতবদল হয়নি।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই পেশোয়ারের ডেপুটি কমিশনারকে অধিগ্রহণের চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান আব্দুস সামাদ খান বলেন, দুই কিংবদন্তি অভিনেতার ছোটবেলার স্মৃতিবিজড়িত দু’টি বাড়িই দেশের গর্ব। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বলে বিভিন্ন সময়ে মালিকরা দু’টি বাড়িই ভেঙে বাণিজ্যিক ভবন তৈরির চেষ্টা করেছেন। তবে ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে দু’টি ভবনই সংরক্ষণ করবে প্রত্নতত্ত্ব বিভাগ।

Exit mobile version