রাজধানীর পল্টন থানায় পুলিশী হেফাজতে মাসুদ রানা নামের এক যুবক মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে “অজ্ঞাতনামা” হিসেবে নিহতের মরদেহ ঢাকা মেডিকেলে রেখে আসা হয়।
পল্টন থানার পুলিশ সদস্যরা জানান, মঙ্গলাবার সন্ধ্যার পর গুলিস্তান থেকে মাসুদ রানা নামের এক যুবককে মাদকসহ আটক করা হয়। রাত সাড়ে নয়টার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে পুলিশ হাসপাতাল, পরে নেয়া হয় ঢাকা মেডিকেলে। ঘটনার পর পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা থানায় আসলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি কেউ। এমনকি কথা বলতে দেয়া হয়নি মৃতের পরিবারের কাউকে।
তবে পুলিশী হেফাজতে মৃত্যু হলেও পল্টন থানার এস আই এনামুল, মাসুদ রানার মরদেহ অজ্ঞাতনামা হিসেবে রেখে আসে ঢাকা মেডিকেলে।

