Site icon Jamuna Television

কুয়েতের আমিরের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বুধবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় থাকবে এবং দেশের সকল মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে কুয়েতের প্রয়াত আমিরের রুহ’র মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

Exit mobile version