Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন লিভারপুলের আলকান্তারা

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার থিয়াগো আলকান্তারা। বায়ার্ন মিউনিখ ছেড়ে চলতি মাসেই লিভারপুলে যোগ দিয়ে করোনা আক্রান্ত হলেন তিনি। এই মিডফিল্ডার বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার লিভারপুল জানায়, আলকান্তারা করোনা পজিটিভ। এ মুহূর্তে গাইডলাইন মেনে তিনি আইসোলেশনে আছেন। আমরা করোনা সংক্রান্ত সব বিধিই এ সময়ে অনুসরণ করব। ফলে থিয়াগো নির্ধারিত সময়ে স্বেচ্ছা নির্বাসনেই থাকবেন।

চার বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দিয়ে স্প্যানিশ এ মিডফিল্ডার অভিষেক করেছেন গত সপ্তাহে। তবে চেলসির বিপক্ষে খেলার পর সোমবার আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে তাকে আর নামায়নি লিভারপুল। কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, তিনি ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট নন।

২০১৩ সালে বার্সেলোনা ছেড়ে থিয়াগো যোগ দিয়েছিলেন বায়ার্নে। সাত বছরের সাফল্যময় ক্যারিয়ারে ২৯ বছর বয়সী মিডফিল্ডার জিতেছেন টানা সাতটি বুন্দেসলিগা, চার জার্মান কাপ ও ক্লাব বিশ্বকাপ।

Exit mobile version