Site icon Jamuna Television

৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক সংসদ সদস্য আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল ও ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপপরিচালক মোঃ আলী আকবর বাদী হয়ে আজ বুধবার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুইটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম.এ আউয়াল এর বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে।

Exit mobile version