Site icon Jamuna Television

অস্থিরতা কাটছে না চালের বাজারে

অস্থিরতা কাটছে না চালের বাজারে। সব ধরণের চালের দাম বেড়েই চলছে। রাজধানীর বাজারে ৪৫-৪৮ টাকা কেজির নীচে মিলছে না কোন চাল। দর বৃদ্ধিতে উদ্বেগ আছে সরকারী পর্যায়েও। গতকাল, খাদ্য মন্ত্রণালয়, মিল গেটে চালের দর নির্ধারিত করে দিলেও, খুচরা পর্যায়ে এখনও দাম কমেনি।

রাজধানীর খুচরা বাজারে, গেল মাস থেকে দাম বেড়েই চলছে। গত এক সপ্তাহে সব ধরণের চালের দাম বস্তা প্রতি বেড়েছে ২শ’ থেকে ৩শ’ টাকা। প্রতি কেজি মিনিকেট ৫৮ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে। আর মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকা কেজি দরে।

মিনিকেট চালের মিলগেট মূল্য প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি চাল প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

এ মূল্য বাস্তবায়ন না হলে ১০ দিনের মধ্যে সরকার সরু চাল আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Exit mobile version