Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:

শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিহং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকার ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কারখানার প্রায় দুই সহস্রাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, গত ১১ আগস্ট কারখানা কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা ১২ আগস্ট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ কলকারখানা অধিদফতরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতাদের সমন্বয়ে ২৭ সেপ্টেম্বর সকল পাওনা পরিশোধ করবে বলে আশ্বাস দেয়। কিন্তু ওইদিন কতৃপক্ষের কোন সাড়া না পেয়ে শ্রমিকরা চলে যায়। এজন্য আজ শ্রমিকরা সকাল থেকে কারখানার গেইটে অবস্থান করে। কিন্তু বিকেল পর্যন্ত কর্তৃপক্ষের কেউ না আসায় এবং পাওনা পরিশোধের কোন আশ্বাস না পাওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে কারখানায় এবং মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version