Site icon Jamuna Television

বাবরি মসজিদ ধ্বংস: অভিযুক্তদের খালাসে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া

বাবরি মসজিদ ধ্বংস: অভিযুক্তদের খালাসে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া

২৮ বছর অপেক্ষার পর, বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তদের সবাই বেকসুর খালাস পাওয়ায় ভারতজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ চলছে ‘নো ওয়ান ডেমোলিশড বাবরি’।

‘বাবরি কেউ ধ্বংস করেনি’- কৌতুকোচ্ছলে এভাবেই প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ আর অভিনয়শিল্পীরা।

কংগ্রেস নেতা ও রাজ্যসভা সদস্য আহমেদ প্যাটেল বলেছেন, ন্যায়বিচারের মৌলিক নীতিমালা, এমনকি সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের সাথেও সাংঘর্ষিক এ রায়। ‘নিজের ভার নিতে না পেরে বাবরি মসজিদ নিজে নিজেই ধসে পড়েছে’, ‘গণমাধ্যমের সব খবর ভুয়া, কেবল বিজেপি’র কথা সত্যি’ এমন অসংখ্য প্রতিক্রিয়া বাম নেতা, বিরোধী রাজনীতিকসহ অন্যান্যদের।

অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় বুধবার সব আসামিকে খালাস দেন ভারতের বিশেষ আদালত। ১৯৯২ সালে, ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। দাঙ্গায় প্রাণ যায় ৩ হাজার মানুষের।

Exit mobile version