Site icon Jamuna Television

“জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দফা প্রস্তাব”

"জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দফা প্রস্তাব"

জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং জীববৈচিত্র্য রক্ষায় ব্যর্থতা, কোভিড নাইনটিনের মতো রোগ-জীবাণুকে অপরাজেয় করে তুলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইন সম্মেলনে একথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ‘বায়োডাইভারসিটি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ বা ‘টেকসই উন্নয়নের জীববৈচিত্র্য রক্ষা’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, মানুষের ভুলে শুধু যে জীববৈচিত্র্য বিপন্ন- তা নয়; মানবজাতির অস্তিত্বও সংকটের মুখে। এ পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়কে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নিয়ে ঝুঁকি এড়াতে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পৃথিবীকে রক্ষায় টেকসই উন্নয়নে পরিবেশকে অধিক গুরুত্ব দেয়া এবং প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নসহ ৪ দফা প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এসময় জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

Exit mobile version