Site icon Jamuna Television

উত্তর প্রদেশে তরুণীকে গণধর্ষণের পর হত্যা, পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

প্রতীকী ছবি।

ভারতের উত্তর প্রদেশে, তরুণীকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তার পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। দেশজুড়ে প্রবল বিক্ষোভের মুখে বুধবার নিহতের বাবার সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

দ্রুততম সময়ে অপরাধীদের বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশের পরপরই এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম।

বলা হয়, মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সারতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দু’সপ্তাহ মৃত্যুর সাথে লড়াইয়ের পর মঙ্গলবার ২০ বছর বয়সী ওই তরুণী মারা যান। মধ্যরাতে গোপনে তার দাহ সম্পন্ন করে পুলিশ। কাছে ঘেঁষতে দেয়া হয়নি পরিবারের সদস্যদের।

ঘটনাটি প্রকাশ হলে উত্তাপ ছড়ায় গোটা ভারতে। নির্দয় সরকারের পাশবিকতার বলি হয়েছেন ওই তরুণী, মন্তব্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির।

দোষীদের বাঁচাতে তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে, তড়িঘড়ি নিহত তরুণীর মৃতদেহ পুড়িয়ে ফেলেছে পুলিশ। অভিযোগ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের।

Exit mobile version