Site icon Jamuna Television

দ্বিতীয় গানের টিজারে চমক দেখালেন ফারিয়া

দ্বিতীয় গানের টিজারে চমক দেখালেন ফারিয়া

নুসরাত ফারিয়ার দ্বিতীয় সিঙ্গেলের শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটি তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। গতকাল আনুষ্ঠানিক ঘোষণার পর সন্ধ্যায় আসে ২০ সেকেন্ডের টিজার। গানের কথা, সুর থেকে ভিডিও মিলিয়ে ভীষণ চমকে দিয়েছেন নায়িকা থেকে গায়িকা বনে যাওয়া নুসরাত।

বর্তমানে হবু বরের সঙ্গে দুবাইয়ে অবকাশ যাপন করছেন তিনি। সেখান থেকে দিয়েছিলেন গানের খবর। অনলাইনে এ নিয়ে ভীষণ সরব তিনি। ‘আমি চাই থাকতে’ প্রকাশ হচ্ছে অক্টোবরের প্রথমাংশে, ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে।

নুসরাত জানান, গানটির রেকর্ডিং হয়েছিল বছরের শুরুতে। ভিডিও শেষ করেছেন করোনাকালের আগে। আরও জানান, ‘আমি চাই থাকতে’ নিয়ে তার অনেক প্রত্যাশা। সেভাবে গান ও ভিডিও সাজিয়েছেন।

প্রথম গান ‘পটাকা’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ হওয়া গানটি ইউটিউবে রেকর্ড ডিজলাইক পেলেও এ পর্যন্ত দেখা হয়েছে ৭০ লাখের কাছাকাছি।

Exit mobile version