Site icon Jamuna Television

আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বিমান অফিসের সামনে

আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বিমান অফিসের সামনে

আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা কারওয়ান বাজারের সাউদিয়া এয়ারলাইন্স ও মতিঝিলের বিমান অফিসের সামনে ভিড় করছেন। তবে ভিড় অন্যান্যদিনের চেয়ে কম।

সকাল ১০ টা থেকে সাউদিয়া এয়ারলাইন্সের A সিরিয়ালের ২০০ এবং B সিরিয়ালের ২০০ টিকিট দেয়া হচ্ছে।সর্বমোট ৪০০ টিকিট দেয়া হবে আজ। ৪ অক্টোবর থেকে নতুন টোকেন দেয়ার কথা রয়েছে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য। এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ কারওয়ান বাজারে টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই কম। নিয়ম মেনে টোকেন প্রদর্শন করে টিকিট সংগ্রহের লাইনে দাড়াচ্ছেন প্রবাসীরা।

এদিকে, বিমান অফিসে সকাল ১০টা থেকে শুরু হয়েছে টিকিট দেয়া। যাদের ভিসার মেয়াদ শেষ হবার পথে তারাই আজ ভিড় করছেন বিমান অফিসের সামনে। আজ ৫ আক্টোবরের ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম এর টিকিট দেয়া হচ্ছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সৌদি দূতাবাসের নির্ধারিত এজন্টগুলোতে যাচ্ছেন ভিসা নবায়নের জন্য।

Exit mobile version