Site icon Jamuna Television

ইসরায়েলের হাতে বন্দি, ১৮ বছর ধরে হবু বরের জন্য অপেক্ষা ফিলিস্তিনি নারীর

বিয়ে করার জন্য পছন্দের মানুষ খুঁজে পাওয়া যেমন কঠিন তার থেকে বেশি কঠিন ও কষ্টের নিজস্ব মানুষের জন্য অপেক্ষা করা। এমনই অপেক্ষা করেছিল ফিলিস্তিনি এক নারী।

দিন-মাস গুনতে গুনতে অবশেষে হবু বরের জন্য ১৮ বছরের অপেক্ষার শেষ হল ফিলিস্তিনি কনে জিনান সামারার। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন তারা।

২০০২ সালে ইসরায়েলি বাহিনী কর্তৃক বন্দি হয়েছিলেন হবু বর আবদেল করিম মুখাদেরে (৪৯)। সাজা শেষে রোববার মুক্তি মেলে তার। দীর্ঘ প্রতীক্ষার পর পছন্দের মানুষকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছেন, তাতে উচ্ছ্বাসের শেষ নেই সামারার।

সামারা বলেন, আমি কখনই আশা হারায়নি। শেষে আমাদের ভালোবাসা জয়ি হয়েছে। আমি এক মূহুর্তের জন্যও হতাশ হয়নি অপেক্ষার জন্য। আমার পরিবারও আমার এই সিদ্ধান্তে সহযোগিতা করেছে। আরব নিউজ

Exit mobile version