Site icon Jamuna Television

রূপপুর বালিশকাণ্ড, আসিফের জামিন স্থগিত করেছে হাইকোর্ট

রূপপুর বালিশকাণ্ডে মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী আসিফ হোসেনের জামিন স্থগিত করেছে হাইকোর্ট।

১০ দিনের মধ্যে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আবেদনের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এর আগে ২৯ জুন মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিলো হাইকোর্ট।

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের আবাসিক ভবনের আসবাব, বালিশসহ অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১২ ডিসেম্বর দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক মামলা করে দুদক।

Exit mobile version